ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

দৌলতপুরে কৃষকের মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১ সেপ্টেম্বর ২০২১  
দৌলতপুরে কৃষকের মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে মফিদুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাড়েরপাড়া গ্রামের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে। 
মৃতদেহে ধারাল অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মফিদুলের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মফিদুলকে। পরে তার মৃতদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।  খবর পেয়ে পুলিশ নিহরতের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মফিদুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

কাঞ্চন কুমার/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়