কুমিল্লায় পরিবহন চাঁদাবাজ চক্র, গ্রেপ্তার ৯
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লায় পৃথক অভিযানে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে (৩১ আগস্ট) জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৩১আগস্ট) রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর দক্ষিণের শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মো. আকাশ (১৯), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মো. আব্দুল আলী (৩২), কুমিল্লা নগরীর গোবিন্দপুরে পরদেশ আহম্মেদ ভূঁইয়ার ছেলে মো. তৌফিকুর রহমান মারুফ (১৯), মুরাদনগর থানার মো. মনির হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (২১), সদর দক্ষিণে রায়পুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. আব্দুল হক (২৭), কালিকিংকনপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মো. ইউনুছ আরিফ (২৭)।
এ সময়ে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ৬০টি ভুয়া রশিদসহ চাঁদাবাজির ২২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
পৃথক এক অভিযানে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকা থেকে পরিবহন চাঁদাবাজ চক্রের আরো দুইজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল হক (৪২) ও একই গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মো. রবিউল্লা (৪০)। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ পাঁচ হাজার ৫২০ টাকা টাকা উদ্ধার করে র্যাব।
এছাড়া জেলার দেবিদ্বার থানাধীন বাগুর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে বুড়িচং থানার নয়কামতা গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে মো. রবিউল আলম (৪৫)। এ সময়ে তার কাছ থেকে ৭০টি ভুয়া রশিদসহ চাঁদাবাজির তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবহনকে চাঁদাবাজমুক্ত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
কুমিল্লা/আবদুর রহমান/এমএম