কনস্টেবলকে নিজ গাড়িবহর দিয়ে বিদায় জানালেন ওসি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
৩৯ বছরে পুলিশে সততা ও সুনামের সঙ্গে চাকরি করায় হারুন অর রশিদ নামের এক কনস্টেবলকে প্রথমবারের মতো নিজ গাড়িবহর ফুল দিয়ে সাজিয়ে তাতে চড়িয়ে বিদায় দিলেন টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে কালিহাতী থানা চত্বর থেকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশে ওসি মোল্লা আজিজুর রহমানের ব্যবহৃত গাড়ি ফুল দিয়ে সুসজ্জিত করে এবং বিদায়ী কনস্টেবল হারুন অর রশিদকে বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়ে তার নিজ বাড়িতে পৌঁছে দেন।
কনস্টেবল হারুনের বাড়ি কালিহাতী পৌর এলাকার ঘুনি এলাকায়।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, সেকেন্ড অফিসার ফজলুর রহমানসহ থানার সব কর্মকর্তা।
বিদায়ী কনস্টেবল হারুন অর রশিদ বলেন, ‘আমার ৩৯ বছরের চাকরি জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই। কালিহাতী থানায় ওসি মোল্লা আজিজুর রহমান যোগদান করার পর এটাই প্রথম গাড়ি বহরে ফুল দিয়ে সুসজ্জিত করে বিদায় জানানো হলো। এতে আমি আন্তরিকভাবে সন্তুষ্ট। আমি ওসি সাহেবের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’
কালিহাতীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘প্রতিটি পুলিশ সদস্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ ও জণগনের সেবায় নিয়োজিত থেকে চাকরি শেষ করেন। আমি যতদিন এ থানায় আছি ততদিনও এরকম বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় জানানো হবে।’
কাওছার/সনি