ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

এলজিইডির প্রকৌশলীর ইয়াবা সেবেনের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২১  
এলজিইডির প্রকৌশলীর ইয়াবা সেবেনের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারি প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেইজে প্রথমে ভিডিওটি প্রকাশিত হয়। এরপর থেকে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওটি সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী রহমত ভূইয়া রানার। তার বাড়ি কুমিল্লা জেলায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রানা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত ছিলেন। দেড় বছর আগে তাকে সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একাধিক ব্যক্তি জানান, রানা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানুষিকভাবে অসুস্থ। তিনি হতাশাগ্রস্ত ছিলেন। রানা ঠিকমতো অফিসে যেতেন না।

এ ব্যাপারে রানার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ভাইরাল হওয়া ছবিটি তার বলেও তিনি স্বীকার করেন। রানার দাবি, একটি চক্রের অনৈতিক দাবি পূরণ করতে না পারায় তিনি ব্ল্যামেইলের শিকার হয়েছেন।

এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘রানা আমার অফিসে কর্মরতর আছেন। ভাইরাল হওয়া ছবিটি আমার নজরে এসেছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম বলেন, ‘ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। সে (রহমত ভূইয়া রানা) শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থ্য গ্রহন করা হবে।’

রুবেল/মাসুদ/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়