ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শকুনটি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২১  
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শকুনটি

হবিগঞ্জের লাখাইয়ের বামৈ হাওড় থেকে উদ্ধার হওয়া সেই অসুস্থ শকুনটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া শকুনটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধীর ধীরে সুস্থ হচ্ছে শকুনটি। পুরোপুরি সুস্থ হলে শকুনটিকে চুনারুঘাটের রেমায় অবমুক্ত করা হবে।’

তিনি জানান, এর আগে ৩১ আগস্ট বামৈ হাওড় থেকে শকুনটি উদ্ধার করা হয়। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শক্রমে শকুনটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে প্রতিদিন পানি ও মুরগির মাংস খেতে দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ‌্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘দেশের বিপন্ন প্রজাতির পাখির মধ্যে শকুন অন‌্যতম। এক সময় শকুন ছিল গ্রামবাংলার চির চেনা পাখি। খাদ্য সংকটসহ খাল-বিল, নদী-নালা ভরাট ও উঁচু গাছপালা হারিয়ে যাওয়ায় এদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে।’

মামুন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়