ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

টিকা নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে এক শিশুর মৃত্যুর অভিযোগ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:০০, ৪ সেপ্টেম্বর ২০২১
টিকা নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে এক শিশুর মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টিকা নেয়ার ১দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে আনিসা আকতার জিম নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশুটি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর হঠাৎপাড়ার মিজানুর রহমানের মেয়ে।

মৃত শিশুর দাদি সকেরা বেগম জানান, বুধবার (১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার আলিনগর কমিউনিটি ক্লিনিকে ইপিআই টিকার তৃতীয় ডোজ নিতে যায়। টিকা নেওয়ার পর থেকে তার টিকা নেয়ার স্থান দিয়ে অনবরত রক্ত বের হতে থাকলে শিশুটিকে ঔদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। পরের দিন বৃহস্পতিবার দুপুর ১টায় সে রামেকে  মারা যায়।

এ বিষয়ে টিকাদানকারি স্বাস্থ্য সহকারী নুরজাহান বেগম জানান, শিশুটি শারীরিকভাবে অসুস্থ থাকায় রক্তক্ষরণ হয়ে থাকতে পারে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ জানান, ঘটনাটি আমি শুনেছি, শিশু মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্ৰহন করা হবে।

বশির/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়