ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মাগুরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৬ সেপ্টেম্বর ২০২১  
মাগুরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

মাগুরা সদরে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল রহমান ইমন (৩৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের বরুনাতৈল মোড়ে এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল রহমান সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগরে শিক্ষক ছিলেন।

আরো পড়ুন:

উজ্জ্বল রহমানের চাচাতো ভাই পারভেজ মোল্ল্যা বলেন, বিকেলে মোটরসাইকেলে করে কলেজে থেকে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। মোহম্মদপুর - মাগুরা সড়কের বরুনাতৈল বটতলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই উজ্জ্বল রহমান মারা যান।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য উজ্জল রহমানের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়