ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ভোগান্তি ছাড়াই দৌলতদিয়ায় পার হচ্ছে যানবাহন

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:১৮, ৮ সেপ্টেম্বর ২০২১

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভোগান্তি ছাড়াই পার হচ্ছে সব যানবাহন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়, ফেরির অপেক্ষায় গাড়ির দীর্ঘসারি নেই।  ফেরিতে উঠার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না কোনো যানবাহনকে। যেই গাড়িই আসছে ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছে।

মাগুরা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা শফিক বলেন, গাজীপুর যাচ্ছি।  ভেবেছিলেন ঘাটে যানজট থাকবে।  তবে এসে দেখি ভোগান্তি নেই।  সহজেই ফেরিতে উঠেছি।

আরো পড়ুন:

সাতক্ষীরা থেকে আগত সাতক্ষীরা লাইন বাসের যাত্রীরা জানান, ফেরিঘাট দীর্ঘ যানজট নেই।  গাড়ির চাপ নেই সেরকম। কুষ্টিয়া মিরপুর থেকে আগত কার্গো চালক ইউসুফ বলেন, কয়েকদিন সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ফেরি উঠতে হয়েছে। তবে, আজ ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডাব্লিএিসি)  দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে।  তবে, পদ্মায় এখনো তীব্র স্রোত রয়েছে। যে কারণে ফেরি চলাচলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ৮ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুকান্ত বিশ্বাস/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়