ঢাকা     বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১

ঝালকাঠিতে নদীতে পড়ে খেয়ার মাঝি নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৮ সেপ্টেম্বর ২০২১  
ঝালকাঠিতে নদীতে পড়ে খেয়ার মাঝি নিখোঁজ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাঙ্গালিয়া নদীতে পড়ে মো. সামসুল হক হাওলাদার (৫৫) এক খেয়ার মাঝি নিখোঁজ হয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বড়ইয়া (কলাকোপা) বাজার সংলগ্ন নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সামসুল হকের মৃগীরোগ রয়েছে।  সে এর আগেও বেশ কয়েকবার নদীতে পড়ে গেছেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেছে। কিন্তু এবার ঘাটে বাধা নৌকায় তিনি একা ছিলেন। বিকেলে নদীতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের দোকানের লোকজন খেয়া ঘটে যায়।  

আরো পড়ুন:

সে সময় লোকজন নৌকায় সামসুল হকের গামছা, গেঞ্জি ও খেয়া পারাপারের টাকা ছাড়া আর কিছুই দেখতে পাননি। তখন সবাই আশঙ্কা করেন আগের মত এবারও সামসুল হক নদীতে পড়ে গেছেন।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।  তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্বার কাজ স্থগিত করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সামসুল হককে উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়