ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

সিরাজগঞ্জে নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:৪২, ৯ সেপ্টেম্বর ২০২১
সিরাজগঞ্জে নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৫

সিরাজগঞ্জের যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো পাঁচ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে চৌহালী উপজেলার এনায়েতপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার পাতাশী গ্রামের মৃত সোরোয়ারদীর স্ত্রী মোছা. ঝিলিমন (৬০) এবং একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোরমা মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী মোছা. ফুল বেগম (৬৫)।  

আরো পড়ুন:

এছাড়া নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মোহাম্মদ লালন (২০) নামে এক তরুণকে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, জামালপুর থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মাজারে আসছিল একটি যাত্রীবাহী নৌকা।  নৌকাটি এনায়েতপুর এলাকায় পৌছলে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়।

তিনি আরো জানান, নৌকা ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় দুই নারীর লাশ উদ্ধার হয়। এছাড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করা।  এখনো চারজন নিখোঁজ আছে।

ওসি জানান, পুলিশ এবং বেলকুচি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।   নিখোঁজদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

রাসেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়