ছাতকে ৩৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের ছাতকে ৩৩ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জালালপুর এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেট দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি এালাকার মৃত ইজ্জত আলী বাদশার ছেলে আতিকুর রহমান আতিক (৪৭), একই এলাকাট মৃত মঙ্গল হোসেনের ছেলে সুমন আহম্মদ (২৫) ও গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজবাগ গ্রামের মোতাকিন আলীর ছেলে আলিম উদ্দিন (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
র্যাব-৯ সুত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জালালপুর পয়েন্টে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি মাইক্রবাসসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, ৬টি সিম কার্ড, নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। জব্দকৃত আলামত ও আটক করা আসামিদেরকে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারা মূলে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ এর কম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ।
আল আমিন/আমিনুল