পঞ্চগড়ে ৪০৩ গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে পঞ্চগড় জেলার ৪০৩ গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে জেলার ৪৩টি ইউনিয়নের ৪০৩ জন গ্রাম পুলিশ সদস্যকে বাইসাইকেল উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
জহুরুল ইসলাম বলেন, ‘সরকারের বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পৌছাতে সহায়ক হিসেবে কাজ করবে এই বাইসাইকেল।’
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানরা।
নাঈম/মাসুদ