ঢাকা     শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৯ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২১  
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকার রেললাইনের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নিহতের নাম, পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রুবেল/সুমি


সর্বশেষ

পাঠকপ্রিয়