বাগেরহাটে জলবায়ু পরিবর্তন প্রশিক্ষণ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে দুইদিন ব্যাপি জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এই প্রশিক্ষণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানোর উপায়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে উপকূলীয় মানুষদের বাঁচানোর কৌশল বিষয়ে প্রয়জনীয় শিক্ষা প্রদান করা হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এবং উদয়ন বাংলাদেশের বাস্তাবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, অবসর প্রাপ্ত শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাড. শরিফা খাতুন, সাধারণ সম্পাদক শেখ আসাদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলসহ প্রমুখ উপস্থিথ ছিলেন।
টুটুল/মাসুদ