৪ দিন পর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল শুরু
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হওয়ার ৪ দিন পর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশে নৌ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট থেকে একটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল আজ সকাল থেকে শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।
ইউএনও জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ার কারণে মানুষের জানমাল রক্ষায় গত রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। ৪ দিন পর আবহাওয়ার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে নৌ চলাচল শুরু হয়েছে।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। এখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ-চলাচল শুরু হয়েছে।
সুজন/বুলাকী