ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সেতুর ওপর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২১  
সেতুর ওপর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজু মিয়া (১৮)

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের একটি সেতুর ওপর থেকে রাজু মিয়া (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় দিকে কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের রামরাইল সেতুর ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

রাজু মিয়া পৌর শহরের ভাদুঘর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া চলাচলকারী ‘রয়েল সার্ভিস’ বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলার রামরাইল সেতুর ওপর রাজু মিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে রাজুকে উদ্ধার করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়