চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘের জন্ম, বেড়ে উঠছে ছাগলের দুধে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘের ঘরে জন্ম নিয়েছে আরও এক বিরল প্রজাতির সাদা বাঘ শাবক।
বুধবার (১৫ সেপ্টেম্বর) নতুন এই সাদা বাঘশাবকের জন্ম হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় গতবছর জন্মগ্রহণ করেছিলো বিরল প্রজাতির সাদা বাঘ। গতকাল সর্বশেষ আরও একটি সাদা বাঘের জন্ম দিয়েছে ২০১৮ সালে জন্ম নেওয়া মেয়ে সাদা বাঘ। নতুন জন্ম নেওয়া সাদা বাঘটি মায়ের কাছ থেকে দুধ না পাওয়ায় প্রাথমিকভাবে তাকে কিউরেটরের অফিসে ছাগলের দুধ পান করানো হচ্ছে।
এর আগে জো বাইডেন নামের অপর এক বাঘ্রশাবককে ৬ মাসের বেশি সময় ধরে লালন পালন করে বড় করেন কিউরেটর ডা. শুভ। এখন নতুন জন্ম নেওয়া সাদা বাঘ্র শাবকটিকেও আগামী ৬ মাস ডা. শুভ নিজেই লালন পালন করবেন। এখন এই বাঘ্র শাবকটি দিনে প্রায় ৫০০ মিলি গ্রামের মতো ছাগলের দুধ পান করছে। বাঘ্র শাবকটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন কিউরেটর ডা. শুভ।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী