ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পথশিশুদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২১  
পথশিশুদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদেরর সঙ্গে এক অবিহিতকরণ সভায় এই উদ্যোগ নেয়া হয়।

দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের পথশিশুরা প্রশিক্ষণ ও পূণর্বাসনের অভাবে নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এসব শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের স্বনির্ভর করার তাগিদ অনুভব করছেন জেলা প্রশাসন সহ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা।

আরো পড়ুন:

সভায় জেলা প্রশাসক জানান, দেশের প্রধান পর্যটন শহরকে পরিচ্ছন্ন, পর্যটন বান্ধব পরিবেশসহ অপরাধমুক্ত করার জন্য ছিন্নমূল মানুষের বিচরণ রাখা যাবে না। তাই একটি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পথকলি শিশুদের লেখাপড়াসহ হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে।

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ প্রমুখ।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়