স্কুলমাঠে ধানের আবাদ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
একসময়ে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে দিনভর মুখর থাকতো যে স্কুলের মাঠ, সে মাঠটিতে এখন বাতাসে দুলছে সবুজ ধানের পাতা।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধানের আবাদ করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু।
স্কুলের খেলার মাঠটি দখল করে ধান চাষ করায় ক্ষোভে ফুঁঁসে উঠেছে গ্রামবাসী-কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক। জোরপূর্বক শিক্ষার্থীদের খেলাধূলা বন্ধ করায় ম্যানেজিং কমিটির সভাপতির বিচার দাবি করেছেন গ্রামবাসী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির জমি সরকারি সম্পত্তি। স্কুলটি সরকারিকরণে চিঠিও এসেছিলে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ভয়াবহ করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগটিই কাজে লাগিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ধান চাষ করছেন। সভাপতির এমন কাণ্ডে হতবাক হয়েছেন প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকরাও।
স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানান, আগে স্কুলমাঠে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। ধান চাষ করায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আমরা খেলাধুলার মাঠ আবার আগের মতো ফিরে পেতে চাই।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল হোসেন জানান, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ভালো। বিদ্যালয় মাঠে ধান চাষ ম্যানেজিং কমিটির সভাপতি কেনো যে করছেন এটা আমার জানা নেই।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু জানান, এত বড় একটি জায়গা ফেলে রাখবো কি করে। তাই ধান চাষ করেছি।
মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে ধান চাষ করার কোনো সুযোগ নেই। শিক্ষা অফিস থেকে লোক পাঠানো হবে। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, এমন কাজের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। দ্রুত ওই বিদ্যালয়ের মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে।
কাঞ্চন কুমার/টিপু