বাসের ধাক্কায় অটোরিকশার ২ নারী যাত্রী নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বগুড়া-রংপুর মহাসড়কের উপ-শহর ঝোপগাড়ী দোয়েল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
উপ-শহর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আজাহার আলীর স্ত্রী হামিদুন (৬০) এবং একই গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা (৫০)।
এসআই আব্দুর রহিম জানান, দুর্ঘটনায় নিহত এবং আহত ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা। সম্ভবত তারা আত্মীয় স্বজন। শুক্রবার সকালে তারা দাওয়াতে অংশ নিতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝোপগাড়ী দোয়েল পাম্পের সামনে পৌঁছলে রংপুরগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা সকলেই আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হামিদুন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আনোয়ারা মারা যান। আহত ৪ জন টিএমএসএস মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি সেলিম রেজা জানান, রংপুরগামী বাসটি অটো রিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। যে কারণে বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে। নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এনাম/বুলাকী