ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

সাতক্ষীরায় জামায়াতের রুকনসহ ১০ নারী কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২১  
সাতক্ষীরায় জামায়াতের রুকনসহ ১০ নারী কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রুকনসহ ১০ নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৩টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তারা সবাই জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের কর্মী। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন,  সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভীন (৪০), সুলতানপুরের চায়না পারভীন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)। 

ওসি মো. দেলোয়ার হুসেন প্রেস ব্রিফিংয়ে জানান, আজ সকালে সদর উপজেলার শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কিছু কর্মী বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ নারীকে হাতেনাতে আটক করা হয়। তারা সেখানে নাশকতার লক্ষ্যে পরামর্শ করছিলেন। 

আরো পড়ুন:

ওসি জানান, সাতক্ষীরা থানায় মামলা তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে। 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়