ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১০, ১৯ সেপ্টেম্বর ২০২১
উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাচ্ছিলো।  লাহিড়ীমোহনপুর রেল স্টেশন এলাকার ৩২ নম্বর রেল সেতুর পাশে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  এতে উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়া রেল স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার জানান, উল্লাপাড়া থেকে একটি লাইট ইঞ্জিন গিয়ে
ট্রেনটিকে প্রথমে উল্লাপাড়া স্টেশনে নিয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে একটি লাইট ইঞ্জিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনটির ১৪টি বগি নিয়ে রংপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।  বর্তমানে ঢাকা-পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়