দেবীগঞ্জ পৌর নির্বাচন: যাকারিয়ার জন্য ভোট চাইলেন ভিপি নুর
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ভিপি নুরুল হক নুর (বায়ে) এবং যাকারিয়া ইবনে ইউসুফ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফের জন্য ভোট চেয়েছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে যাকারিয়া ইবনে ইউসুফকে ভোট দিতে আহ্বান জানান এই ছাত্রনেতা।
ফেসবুক স্ট্যাটাসে ভিপি নুর বলেন, ‘যাকারিয়া ভাইয়ের জন্য শুভকামনা। স্বৈরাচারের মুখ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে তারুণ্যের জয় হোক, জেগে ওঠো তারুণ্য।’
আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় মেয়র এবং কাউন্সিল প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৬২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৯১৪ জন।
নাঈম/বকুল