ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২০ সেপ্টেম্বর ২০২১  
প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন 

জমিজমা বিরোধের জেরে পাবনা শহরতলীর চরশিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

নিহত মোজাহার চরশিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পরিদর্শক (তদন্ত)  জানান, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানে চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মোজাহার সরদার। বাড়ি পাওয়ার আগ মুহূর্তে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়