ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

কবিরহাটে নির্বাচনের রেজাল্ট শিট ছিনিয়ে নেওয়ার সময় আটক ৭

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২০ সেপ্টেম্বর ২০২১  
কবিরহাটে নির্বাচনের রেজাল্ট শিট ছিনিয়ে নেওয়ার সময় আটক ৭

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনের ফল না মেনে প্রিসাইডিং অফিসারের টেবিল থেকে প্রিন্ট করা রেজাল্ট শিট ছিনিয়ে নেওয়ার সময় সাতজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কবিরহাট সরকারি কলেজের ১ নম্বর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত ব‌্যক্তিরা হলেন—কবিরহাটের জৈনপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে দিলদার হোসেন (২৬), একই গ্রামের এন্তাজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম খলিল (৩৫), জেবল হকের ছেলে মো. জহির উদ্দিন (৪০), মো. হোসেনের ছেলে মো. বাবুল (৩৬),আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল হাসান পারভেজ (২০), মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. গোলাম সারোয়ার (৫২) ও পূর্ব ফতেপুর গ্রামের আলাউদ্দিন রিপনের স্ত্রী সালেহা আক্তার।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রিসাইডিং কর্মকর্তার টেবিল থেকে রেজাল্ট শিট নিয়ে যাওয়ার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে।

সুজন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়