ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২০ সেপ্টেম্বর ২০২১  
ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী দেশে ফিরেছেন

তিন বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। দালালের মাধ্যমে অবৈধ উপায়ে বিভিন্ন সময় এসব কিশোর-কিশোরীরা ভারতে যান।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

জানা যায়, পাচার হওয়া এসব কিশোর-কিশোরীর বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।  তাদের সবার বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রায় তিন বছর আগে কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়েছিল।

আরো পড়ুন:

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ জন কিশোর ও কিশোরীকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার দেশে ফিরে এসেছে। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বন্দর থানায় সোর্পদ করা হবে। সেখান থেকে তাদেরকে তিনটি বেসরকারি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়