ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ চালান আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২২ সেপ্টেম্বর ২০২১  
সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ চালান আটক

কক্সবাজারের টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মো. মুজিব (২০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। দেশে এ যাবৎকালে আটক হওয়া অবৈধ ও ক্ষতিকারক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসের এটাই সর্বোচ্চ চালান।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান।

আটক মো. মুজিব টেকনাফ উপজেলার মিঠাপানির ছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

আরো পড়ুন:

লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়িতে ক্রিস্টাল মেথ আইস লুকিয়ে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবার  দুপুর ১টার দিকে বিজিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি বাড়িটির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন।
পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির ফলস সিলিংয়ের উপরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় দশ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার হয়।

তিনি জানান, আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়