ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চট্টগ্রামে কথিত জিনের বাদশাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২১  
চট্টগ্রামে কথিত জিনের বাদশাসহ গ্রেপ্তার ৩

সৌদি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে কৌশলে ২৮ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কথিত জিনের বাদশা আবদুল মান্নানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কথিত জিনের বাদশা আব্দুল মান্নান (৫৮) ও তার দুই সহযোগী মো. জোবাইর হোসাইন রিজভী (২৩) ও আবু তৈয়ব (৫৮)।  গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায়।

আরো পড়ুন:

চট্টগ্রাম কোতোয়ালী থানার এস আই মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারনাকারী চক্রের সদস্য। গ্রেপ্তারকৃত আবু তৈয়ব স্বর্ণের দোকানে চাকরি করেন।  তিনি স্বর্ণ ক্রয়-বিক্রয় করতে আসা বিভিন্ন লোকদের সমস্যা শুনতেন। পরে তিনি তাদের কথিত জীনের বাদশা আবদুল মান্নানের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। এভাবে স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করতে আসা এক সৌদি প্রবাসীর সঙ্গে পরিচয় হয় আসামিদের। সৌদী আরবে সৃষ্ট সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে নানা কৌশলে আসামিরা ওই প্রবাসীর কাছ থেকে কৌশলে ২৮ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয়।  

ওই ঘটনায় সৌদি প্রবাসী কোতোয়ালী থানায় মামলা করেন। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জীনের বাদশাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এসআই মেহেদী হাসান আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়