ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

বঙ্গোপসাগর থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২১
বঙ্গোপসাগর থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ আটক ৫

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-১৫। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।

এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গভীর সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্র এলাকায় কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে ধরার পর সেই ট্রলারে মিলে ৫ লাখ ইয়াবা।

উপ-অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) তানভীর হাসান বলেন, ‘গেল এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের উপর নজর রাখছিল র‍্যাব-১৫। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তারেকুর/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়