ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

বালু উত্তোলনের ৩ ড্রেজার মেশিন জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২১
বালু উত্তোলনের ৩ ড্রেজার মেশিন জব্দ

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাসনাবাদে পাহাড়ি এলাকা থেকে জোরপূর্বক বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন জব্দ করে ২৫০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে উত্তোলন করা বালু জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি বিষয়টি রাইজিংবিডির প্রতিনিধিকে জানিয়েছেন।

আরো পড়ুন:

ইউএনও স্নিগ্ধা তালুকদার জানান, উপজেলার হাসনাবাদে এক নিরীহ ব্যক্তির জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ আসে। এ প্রেক্ষিতে বালু বিরোধী অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি। তারা অভিযানের কথা টের পেয়ে পালিয়ে গেছে। কিন্তু সেখান থেকে বালু উত্তোলন করার ৩ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।একই সঙ্গে ২৫০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়া, উত্তোলন করা বালু জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

মামুন/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়