ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২১  
বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার শহরের কাজিরগাও এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাব্বির আহমেদ (১৪) নামে এক স্কুল ছাত্রের  মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) বিকালে কাজিরগাও এলাকার নিজ বাসায় ফেনের সুইচ চালু করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

ছাব্বির মৌলভীবাজার টেকনিকেল স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

আরো পড়ুন:

ছাব্বিরের বাবা আয়ুব আলীর বলেন, স্কুল শেষে বাসায় এসে ফেনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাব্বির।  তখন বাসায় কেউ ছিল না।   পরে তার মা এসে সুইচ বন্ধ করতেই মাঠিতে পড়ে যায় সাব্বির।  তারপর তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে আসা হয়।  সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, মারা যাওয়া স্কুলছাত্রের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাইফুল্লাহ/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়