ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

৭৫ প্রতিবন্ধী শিশুকে নতুন পোষাক উপহার

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২১  
৭৫ প্রতিবন্ধী শিশুকে নতুন পোষাক উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যশোরে যুবলীগের পক্ষ থেকে ৭৫ জন প্রতিবন্ধী শিশুকে নতুন পোষাক উপহার দেওয়া হয়েছ। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাসিমপুর বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের হাতে এ উপহার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।  যার অংশ হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করে যশোর জেলা যুবলীগ।  

আরো পড়ুন:

জেলা যুবলীগের ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনসহ প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ৭৫ পাউন্ড কেক কাটে যুবলীগ।  ওই অনুষ্ঠানে ৭৫ জন মুক্তিযোদ্ধাকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়।  

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়