ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নাটোরে অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৫ অক্টোবর ২০২১  
নাটোরে অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নাটোরে অসহায় তিন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

মঙ্গলবার (৫ অক্টোবর)  দুপুরে কানাইখালীর নিজ কার্যালয়ে নাটোর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল আওয়ালসহ তিনজনের মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

রত্না আহমেদ জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের কোন মানুষ দুর্ভোগ পোহাবে না।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের প্রেক্ষিতে তার সুপারিশের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নাটোর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল আওয়ালসহ তিনজনের মধ্যে এই চেক হস্তান্তর করা হয়েছে।  

আরো পড়ুন:

এ সময় অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়