ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

চট্টগ্রাম নগরীতে আকস্মিক পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:১৪, ৭ অক্টোবর ২০২১
চট্টগ্রাম নগরীতে আকস্মিক পরিবহন ধর্মঘট

চট্টগ্রাম নগরীতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক শ্রমিক সংগঠন।

বুধবার (৬ অক্টোবর) রাতে নগরীর অলংকার এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় ৫ জনকে র‌্যাব আটক করে।  এরপর বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে পরিবহন শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট শুরু করেছে।

ধর্মঘটের সত্যতা স্বীকার করেছেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম। তিনি জানান, প্রশাসনের হয়রানি, গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হচ্ছে। গতকাল রাতে অলংকার থেকে ৫ জনকে আটক করেছে র‌্যাব। প্রশাসনের হয়রানিতে পরিবহন চালাতে পারছেন না তাই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নগরীর অলংকার মোড়ে অভিযান চালিয়ে ৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আকস্মিক পরিবহন ধর্মঘটে নগরীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। তবে দুপুরের পর বিভিন্ন এলাকায় সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়