ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

পাচার হওয়া শিশুসহ ২০ কিশোর কিশোরী দেশে ফিরেছে

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৭ অক্টোবর ২০২১  
পাচার হওয়া শিশুসহ ২০ কিশোর কিশোরী দেশে ফিরেছে

ভারতে দুই থেকে তিন বছর  জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ২০ কিশোর কিশোরী। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এতথ্য নিশ্চিত করেন।

ফেরত আসাদের মধ্যে রয়েছে ১১ জন কিশোরী ৮ জন কিশোর ও একজন শিশু। 

আরো পড়ুন:

কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শারমীন সুলতানা স্মৃতি কিশোর কিশোরীদের হস্তান্তরের সময় সীমান্তে উপস্থিত ছিলেন।  

জানা গেছে, ভালো কাজের লোভ দেখিয়ে সীমান্ত পথে এসব কিশোর কিশোরীদের পাচার করা হয়েছিল। তারা ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। 

মামুন খান বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি এনজিও জাতিয় মহিলা আইনজীবী সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হবে।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়