ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নবীগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১১ অক্টোবর ২০২১  
নবীগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. মিয়াদ মিয়া (২৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। 

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

আরো পড়ুন: উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত মিয়াদ মিয়া হলেন উপজেলার  ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে।

এর আগে দুপুরে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করেন মিয়াদ মিয়া। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত মিয়াদ মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ সময় নবীগঞ্জ থানার এসআই লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

মামুন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়