ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১২ অক্টোবর ২০২১  
কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল

করোনার কারণে আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩১তম তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, ‘করোনাভাইরাসে এ পর্যন্ত জেলায় ৭৭২ জন মানুষ মারা গেছেন। বর্তমানে বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে গত ৭ অক্টোবর লালন একাডেমির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লালন তিরোধান দিবসের এবারের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গৃহীত হয়।’ 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, লালন একাডেমির সদস্য সচিব ও সহকারী কমিশনার সবুজ হাসান উপস্থিত ছিলেন।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়