পুকুর থেকে অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার বুড়িচংয়ে পুকুর থেকে একটি অজগর উদ্ধার করেছেন এলাকাবাসী। পরে অজগরটি সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। ৬ ফুট লম্বা সাপটিকে এর আগে উপজেলার ভবেরমূড়া এলাকা থেকে একই দিন বিকেলে স্থানীয় যুবকরা উদ্ধার করেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বন কর্মকর্তা মো. লুৎফুল্লাহ।
ভবেরমূড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ‘সোমবার বিকেলে ধানের জমিতে হাঁসের ডানা ঝাপটানো শুনে এগিয়ে যাই। দেখি অজগর একটি হাঁস গিলে খাচ্ছে। আমাদের দেখে সেটি পুকুরে নেমে যায়। পরে সবাই মিলে কৌশলে সাপটিকে উদ্ধার করি এবং থানায় নিয়ে যাই।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আমরা সোমবার রাতেই বন বিভাগের কাছে অজগরটি হস্তান্তর করেছি।’
উপজেলা বন কর্মকর্তা মো. লুৎফুল্লাহ বলেন, ‘অজগরটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেটি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বন ও ছোট ছোট টিলা আছে। আমাদের ধারণা, খাবারের খোঁজে অজগরটি টিলা থেকে লোকালয়ে চলে এসেছে। সোমবার রাতেই কুমিল্লার রাজেশপুর ইকোপার্কে অজগরটি অবমুক্ত করা হয়েছে।’
রহমান/মাহি