বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর নামে এক ডাকাত নিহত হয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) ভোর রাতের দিকে র্যাবের একটি আভিযানিক দলের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরুল আবছার জানান, র্যাবের একটি দল বাঁশখালী গণ্ডামারা এলাকায় টহল দেওয়ার সময় এই সময় ডাকাতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত আলমগীর নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা, ১টি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।
ডাকাত আলমগীরের বিরুদ্ধে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির দায়ে ৯টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী