ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ঘরে স্ত্রী-পুত্র-কন‌্যার লাশ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১১:২০, ১৫ অক্টোবর ২০২১
ঘরে স্ত্রী-পুত্র-কন‌্যার লাশ, স্বামী আটক

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকার এক বাসা থেকে স্ত্রী-পুত্র-কন‌্যার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে আটক করেছেন পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো পড়ুন:

নিহতরা হলেন— মা সুমি খাতুন (৩২) এবং তার মেয়ে মুন (৭) এবং ছেলে শান (২)। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে। বেশ কিছুদিন ধরে তারা মোহাম্মদপুরের এসএস হাউজ নামের একটি ভবনের ৪ তলার একটি বাসায় ভাড়া থাকেন।

ওসি জাহেদুল কবির জানান, এই ঘটনায় সুমির স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত না। সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বাসা থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়