ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:৫৯, ১৮ অক্টোবর ২০২১
সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে পার্কের কোর সাফারি পার্কে জেব্রার পালে শাবকটিকে মায়ের সঙ্গে প্রথম দেখা যায়। সদ্য জন্ম নেওয়া শাবকটি পুরুষ।

আগে পার্কে ১৪টি পুরুষ ও ১৬টি মাদী জেব্রা ছিল। নতুন শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে।

আরো পড়ুন:

এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান।

তিনি জানান, জেব্রা পরিবারে এ বছরে আগেও আরো সাত বার জেব্রা পাওয়া গেছে। নতুন শাবকটি বছরের অষ্টমতম শাবক। মা ও শাবক উভয়েই সুস্থ আছে। শাবকটি তার মায়ের সঙ্গে পার্কের বেষ্টনীতে ঘোরাফেরা করছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস, বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুষি দেওয়া হচ্ছে।

তিনি আশা করেন, পার্কের দেশীয় প্রাকৃতিক পরিবেশে দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশু-পাখি থেকে নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। এ ধারাবাহিকতা চলতে থাকলে এ পার্ক থেকেই এক সময় দেশে জেব্রার চাহিদা মেটানো যেমন সম্ভব হবে। তেমনি বিদেশ থেকে জেব্রা আমদানির উপর নির্ভরতা কমে আসবে।

রফিক/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়