ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

সেই মোজাম্মেলকে দোকান ও গাড়ি দিলো ওয়ালটন

মোসলেম উদ্দিন, দিনাজপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৩৮, ২৬ অক্টোবর ২০২১
সেই মোজাম্মেলকে দোকান ও গাড়ি দিলো ওয়ালটন

দুই পা হারানো মোজাম্মেল হককে গাড়ি ও দোকান তৈরি করে দিয়েছে ওয়ালটন

‘‘সাহসের প্রতীক ‘মেইল’ মোজাম্মেল’’ শিরোনামে গত ২২ জুন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। ওই প্রতিবেদনে দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাটের বাসিন্দা দুই পা হারানো মোজাম্মেল হকের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। প্রতিবেদনটি দেখার পর মোজাম্মেল হককে নতুন দোকান ও চলাচলের জন্য গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেয় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক‌্যাল ও ইলেকট্রনিক্স পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। 

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে মোজাম্মেল হকের কাছে দোকান ও গাড়ি হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, ‘রাইজিংবিডিতে প্রতিবেদন পড়ার পর ওয়ালটন কর্তৃপক্ষের নির্দেশে অসহায় পঙ্গু মোজাম্মেলের জন্য নতুন দোকান ও গাড়ি তৈরি করে দেওয়া হয়। দোকান ও গাড়ি পাওয়ায় তার অনেক উপকার হবে।’

ওয়ালটনের কাছ থেকে পাওয়া নতুন গাড়িতে মোজাম্মেল হক

বিরামপুর ওয়ালটন শোরুমের ম্যানেজার শাহ আলম রাইজিংবিডিকে বলেন, ‘বিরামপুরের কুন্দনহাটের পঙ্গু মোজাম্মেল হকের ওপর একটি ভিডিও নিউজ প্রচার হয়। তা ওয়ালটন কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষের নির্দেশে মোজাম্মেলের জন্য একটি নতুন দোকান ঘর এবং তার চলাফেরার জন্য একটি গাড়ি তৈরি করা হয়েছে। আজ অনেকের উপস্থিতিতে দোকান ও গাড়ির চাবি মোজাম্মেলের হাতে তুলে দেওয়া হয়েছে।’

দোকান ও গাড়ি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন—বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট প্রমুখ।

মোজাম্মেল হক রাইজিংবিডিকে বলেন, ‘আমি অনেক খুশি। যতদিন বাঁচব, ততদিন ওয়ালটনের এ দানের কথা ভুলব না। আমার মতো অসহায় মানুষকে যারা সাহায্য করলেন, আল্লাহ তাদের মঙ্গল করবেন।’

 

বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, ‘রাইজিংবিডি এই অসহায় পঙ্গু মানুষটিকে নিয়ে সংবাদ প্রচার করেছিল। এর ফলে ওয়ালটন কোম্পানি তার পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাই ওয়ালটন ও রাইজিংবিডিকে।’

আরও পড়ুন: সাহসের প্রতীক ‘মেইল’ মোজাম্মেল

বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ‘গত ২২ জুন দুই পা হারানো মোজাম্মেল হককে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন রাইজিংবিডিতে দেখতে পাই। তার পরে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোজাম্মেলকে সাহায্য-সহযোগিতা করেছি। আজ ওয়ালটন কোম্পানি তাকে একটি নতুন দোকান ও গাড়ি দিয়েছে। সরকারের পাশাপাশি এ ধরনের বড় কোম্পানিও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওয়ালটন ও রাইজিংবিডিকে ধন্যবাদ জানাই।’

 

মোজাম্মেল হক ১০ বছর আগেও সুস্থ ও সবল দেহের অধিকারী ছিলেন। খুব কর্মচঞ্চল হওয়ায় লোকে তাকে ‘মেইল মোজাম্মেল’ বলতেন। তার পায়ের একটি আঙুলে ক্ষত হয়। সেই ক্ষত ছড়িয়ে পড়ে দুই পায়ে। একের পর এক অপারেশন করে কেটে ফেলতে হয় দুই পা। চারটি অপারেশনের কারণে দুই পায়ের পাশাপাশি তিনি শ্রবণশক্তিও হারিয়ে ফেলেন। চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন মোজাম্মেল। তবু, ভেঙে পড়েনি তিনি। এখন সাইকেল, ভ্যান, রিকশার মেরামত করেন মোজাম্মেল। কিন্তু, যত দিন যাচ্ছে মোজাম্মেলের ক্ষত স্থানগুলোতে বাড়ছে ব‌্যথা। বয়সের ভারে কাজের গতিও কমে যাচ্ছে। চলাচলের গাড়িটিও প্রায় অকেজো হয়ে গেছে। অন্যের দোকান ভাড়া নিয়ে কাজ করছিলেন তিনি। মোজাম্মেল হকের অসহাত্বের কথা তুলে ধরা হয় রাইজিংবিডির ভিডিও প্রতিবেদনে। যা দেখে সাহায্যের হাত বাড়ায় ওয়ালটন।

মোসলেম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়