ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৩ নভেম্বর ২০২১   আপডেট: ০৬:২৯, ৪ নভেম্বর ২০২১

রিসোর্টে নিয়ে আটকে রেখে ধর্ষণের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং  নারী ও শিশ নির্যাতন দমন ট্রাইবুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিসুর রহমানের আদালতে বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভিযোগ গঠন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন।  তিনি বলেন, ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন জান্নাত আরা ঝর্ণা।  ওই মামলায় গ্রেপ্তারকৃত মামুনুল হককে আজ আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয।  শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আরো পড়ুন:

মামলার বাদি ঝর্ণা বেগম আদালতে হাজির ছিলেন না।  এর আগে সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হয় মামুনুল হককে।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা রিসোর্ট ভাঙচুর করে তাকে উদ্ধার করে।  ওইদিন ঝর্ণাকে মামুনুল দ্বিতীয় স্ত্রী দাবি করেন। পরে ১৮ এপ্রিল গ্রেপ্তার হন মামুনুল হক। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। 

রাকিব/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়