ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ফাঁকা মহাসড়ক, ট্রেনের অপেক্ষায় হাজারও যাত্রী  

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৬ নভেম্বর ২০২১   আপডেট: ১১:১৭, ৬ নভেম্বর ২০২১
ফাঁকা মহাসড়ক, ট্রেনের অপেক্ষায় হাজারও যাত্রী  

ট্রেনের অপেক্ষায় আছেন যাত্রীরা

সারাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। মহাসড়কে কোনো ধরনের দূরপাল্লার ও আঞ্চলিক যানবাহন চলছে না। তাই যাত্রাপথের অবলম্বন এখন ট্রেন। 

শনিবার (৬ নভেম্বর) সকালে সরেজমিনে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে দেখা গেছে, ট্রেনের অপেক্ষায় হাজারও মানুষ। ট্রেন আসার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে উঠতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। ভিড়ের কারণে টিকিট থাকলেও অনেকে উঠতে পারছেন না। একটা ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরও আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।

সকাল থেকে ২টি ট্রেন চোখের সামনে দিয়ে চলে গেলেও উঠতে পারেননি লতিফা বেগম (৩৫) । তিনি বলেন, ‘ঢাকা যাওয়া খুবই দরকার। কিন্তু স্টেশনে এতো ভিড়। আমার ওঠা প্রায় অসম্ভব। দুইটা ট্রেন মিস করেছি, যাদের শরীরে শক্তি বেশি তারা উঠতে পারছে।’

আরো পড়ুন:

বেলা সাড়ে ৩টায় ঢাকায় সিভিল অ্যাভিয়েশনের পরীক্ষা। আবির হোসেন ও তার পাঁচ বন্ধু বসে আছেন জয়দেবপুর রেলস্টেশনে।

আবির হোসেন বলেন, ‘বাস চলছে না, এদিকে ট্রেনের টিকিট নেই। তবুও আমাদের যেতেই হবে। এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। কিন্তু স্টেশনে অনেক যাত্রী, জানি না উঠতে পারবো কি না।’ 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘ধর্মঘটের কারণে মহাসড়কে যানবাহন চলছে না। এতে সবাই ট্রেনমুখী হয়েছে। এমনিতেই আমাদের স্টেশনে অনেক যাত্রী থাকে। তবে ধর্মঘটের কারণে যাত্রীর সংখ্যা সকাল থেকে কয়েকগুণ বেড়েছে।’

আরও পড়ুন: বাস চলছে না, কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি

রোববার পর্যন্ত পরিবহন ধর্মঘট

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়