ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ধর্মঘটে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে পুলিশ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৬ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:১৭, ৬ নভেম্বর ২০২১
ধর্মঘটে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে পুলিশ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশের মতো কক্সবাজারেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটে আটকে পড়া পর্যটকদের বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছে দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, যে সমস্ত পর্যটক কক্সবাজারে বেড়াতে এসে আটকে গেছেন, তাদেরকে জেলা পুলিশের নিজস্ব পরিবহনে বিনা খরচে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এজন্য যারা ফিরতে ইচ্ছুক তাদের কক্সবাজার পুলিশ লাইনে এসে যোগাযোগ করতে হবে। সেখানে তাদের সহযোগিতা করার জন্য আমাদের লোকজন রয়েছেন।

আরো পড়ুন:

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, গণপরিবহন বন্ধের বিষয়টি জাতীয় ইস্যু। এ ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত আসার কথা। এরপরও কোনো অসুবিধায় পড়া পর্যটকরা প্রশাসনের সহযোগিতা চাইলে পদক্ষেপ নেওয়া হবে।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়