ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাগেরহাটে সরকারি মূল্যে আমন সংগ্রহ শুরু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৮ নভেম্বর ২০২১  
বাগেরহাটে সরকারি মূল্যে আমন সংগ্রহ শুরু

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর)দুপুরে জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মদ রিজাউল করিম। 

অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ৪০ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে। 

আরো পড়ুন:

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা।

অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার রিজাউল করিম জানান, সরকারের জারি করা নিয়ম অনুযায়ী বাগেরহাটে খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে ২০২১ সালে জেলায় ৩ হাজার ২৪৭ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৫৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবেন।

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়