ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নিখোঁজ রোমানার সন্ধান চায় পরিবার

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২১ নভেম্বর ২০২১  
নিখোঁজ রোমানার সন্ধান চায় পরিবার

নিখোঁজ রোমানা বেগম (৩৭)

সিলেট নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম (৩৭) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে তিনি বের হন। এরপর আর ফিরে আসেননি।

তার খোঁজ না পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রোমানা বেগমের স্বামী মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদ।

আরো পড়ুন:

আব্দুল হামিদ জানান, তার স্ত্রী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। স্ত্রী-সন্তানদের বাসায় রেখে তিনি সকালে কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে তার ছেলেমেয়েরা ফোন করে জানায় যে, তাদের মা কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেছেন। এরপর থেকে তিনি সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন। কোথাও না পেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের সময় রোমানার গায়ে হালকা গোলাপী প্রিন্টের ড্রেস পরা ছিল, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

নূর/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়