ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

স্বামীর হাতে স্ত্রী খুন

ঝিনাইদহ সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৬ নভেম্বর ২০২১   আপডেট: ১১:৪৪, ২৬ নভেম্বর ২০২১
স্বামীর হাতে স্ত্রী খুন

ঝিনাইদহের মহেশপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামী মহিদুলের আঘাতে স্ত্রী রোজিনা খাতুন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  রাত ১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে আঘাত করলে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৬ নভেম্বর)  সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাতক মইদুল ইসলাম উপজেলার সীমান্তবর্তী চাঁদ রতনপুর গ্রামের কৃষক।

ওসি সাইফুল ইসলাম জানান, মইদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী মর্জীনা খাতুনের দীর্ঘদিন ধরে দাম্পত‌্য কলহ চলছিলো। গতরাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীর মাথায় বটির পিড়া দিয়ে আঘাত করেন। এতে কিছুক্ষণ পরেই তিনি মারা যান। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। পুলিশ আজ সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনেরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজিব/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়