ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

অধ্যাপক সেলিমের মৃত্যুর তদন্ত দাবি

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৫:২৩, ৫ ডিসেম্বর ২০২১
অধ্যাপক সেলিমের মৃত্যুর তদন্ত দাবি

খুলনা বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্বাবদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যু অস্বাভাবিক দাবি করে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের বাসিন্দারা। তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। অধ্যাপক সেলিম এ গ্রামের বাসিন্দা ছিলেন।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাঁশগ্রামে ইউনাইটেড হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক সেলিমের বাবা, এলাকার ছাত্র, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেন। 

ইউনাইটেড হাই স্কুলের ২০০০ ব্যাচের সেলিমের সহপাঠীরা এই মানববন্ধনের আয়োজন করেন। 

আরো পড়ুন:

অধ্যাপক সেলিমের সহপাঠী শিক্ষক রূপ কুমার রায় বলেন, ‘সেলিমের মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিনা। আমাদের ধারণা তাকে মেরে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

প্রসঙ্গত গত ৩০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। তিনি কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়