ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:০৩, ৬ ডিসেম্বর ২০২১
তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট 

পটুয়াখালীর মহিপুরে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বত্তরা।

রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,  প্রায় ২০ দিন আগে তাবলীগ জামাতের ১৫ সদস্য মহিপুরে আসেন। গতকাল সকালে তারা আনোয়ার মুসুল্লি বাড়ি জামে মসজিদ থেকে ফরাজী বাড়ি মসজিদে ওঠেন। পরে রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। তাদের ধারণা, দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশাক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। আজ সকাল দশটা পর্যন্ত এখনও ৮ জনের জ্ঞান ফিরেনি।

তাবলীগ জামাতের ওই টিমের আমীর মো.শেখ ফরিদ বলেন, ‘ঢাকা কাকরাইল মার্কাজ থেকে প্রায় ২০ দিন আগে আমরা কলাপাড়ায় আসি। পরে সেখান থেকে মহিপুরের বিভিন্ন মসজিদে সময় লাগাই। গতকাল রাতে আমাদের সঙ্গে বাহিরের তেমন কেউ ছিলো না। হয়ত কোনো দুষ্কতকারী আমাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দিয়েছে। আমাদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক লোক রয়েছে। তাদের অবস্থা বেশি খারাপ।’

ওসি আবুল খায়ের আরও  জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইমরান/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়